
প্রকাশিত: Thu, Jan 19, 2023 3:52 PM আপডেট: Sat, May 10, 2025 11:56 AM
যৌবন জ্বালা এতোই বেশি যে স্বামীকে মেরেই ফেলতে হবে?
কাজী ওয়াসিমুল হক
‘দৈহিক চাহিদা মেটাতে না পারায় গ্রাম্য গৃহবধূ কর্তৃক স্বামীকে খুন’Ñ খবরটা দেখেছেন না? বীরপুঙব বাঙালি বি লাইক, ছ্যা! ছ্যা! যৌবন জ্বালা এতই বেশি যে স্বামীকে মেরেই ফেলতে হবে? এজ ইজুয়াল ভোতা বাঙালি, যা বোঝেনি, ইস্যুটা দৈহিক চাহিদার না, এটারনাল এনট্র্যাপমেন্টের সেই ভয়াবহ অনুভূতির, এই অক্ষম পুরুষটির সঙ্গে বাকি জীবন আটকে থাকতে হবে, এটা সেই মেয়ে মেনে নিতে পারেনি, মেয়েটা তালাক নিতে চেয়েছিল, তাঁর আপন মায়েই সেটা নিতে দেয়নি। বাংলাদেশের হিসেবে এটা মোটেই নতুন বা বাড়াবাড়ি কিছু না, আমার এমন মধ্যবিত্ত শিক্ষিত ক্লায়েন্ট আছে, যে তাঁর মায়ের কাছে স্বামীর অন্যায় অবিচারের কথা বলার পর নিজ মায়েই তাকে সেই স্বামীর সামনে পিটিয়ে রেখে গেছে (ইয়ে, কার পায়ের তলায় বেহেশত যেন)?
এবার আসি পারফরম্যান্স ইস্যুতে। দেশভর্তি কিলবিলে জনসংখ্যা দেখে যারা ভাবেন আমরা বিছানার পারফরম্যান্সে উগান্ডাকে হার মানাই, তারা একান্তই ভুল জানেন, ডাক্তার বন্ধুদের কাছে খোঁজ নিলে জানতে পারবেন, এই দেশের পুরুষদের গড়পড়তা টাইমিং এতোই খারাপ যে, বিপুলসংখ্যক মেয়ে জীবনে কখনো অর্গাজমের ফিলিং পায়নি এবং পাবেও না। এই দেশের প্রেমিক, স্বামী আর পুরুষেরা যে এত পজেসিভ হয়, এত জেলাস হয়, কেন হয়? সেটা কি বোঝেন না? জানে তারা লো কোয়ালিটি, তাই সবসময় হারানোর ভয়ে থাকে। স্যরি কোথা থেকে কোথা চলে আসলাম, এই ‘রাষ্ট্রধর্ম ইসলাম’-এর দেশে যদি ছিটেফোঁটাও ইসলাম থাকতো, তাহলে মেয়েটি তালাক দিয়ে চলে যেতে পারতো, স্বামীটিকে এভাবে অকারণে জীবন হারাতে হতো না! ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
